খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

জন্মভূমিকে বিদায় করে ‘বুট ঝুলিয়ে’ রাখলেন মাইবুর্গ

২৮

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের ব্যাটসম্যান স্টেফান মাইবুর্গ। নিজের পরিবারকে আরও বেশি সময় দিতে এই সিদ্ধান্ত তার। তবে ক্লাব পর্যায়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও ভাবছেন তিনি।

মাইবুর্গের অবসরের ঘোষণা এলো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডস বিদায় করার পরই। অ্যাডিলেডে ওই অবিস্মরণীয় জয়ের অন্যতম নায়ক এই ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান। টপ অর্ডারে তার ৩০ বলে ৩৭ রান ডাচদের এনে দিয়েছিল ১৫৮ রানের সংগ্রহ।

২০১১ সালে আন্তর্জাতিক অভিষেখের পর ২২ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলেছেন মাইবুর্গ। জন্ম দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। নিজ জন্মভূমির বিদায়ের পথ তৈরি করা এই ব্যাটসম্যান ঝুলিয়ে রাখা বুটের ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বুট ঝুলিয়ে রাখছি। ১৭ মৌসুম আগে প্রথম শ্রেণি ও ১২ মৌসুম আগে আন্তর্জাতিক অভিষেক হওয়ায় আমি ধন্য। আমার স্বপ্নে কখনও কল্পনা করিনি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে আমার ক্যারিয়ার শেষ করবো। কিন্তু সবজ আমার রক্তে সবসময়।’

২০০৬ সালে এসএএ প্রভিন্সিয়াল চ্যালেঞ্জে নর্দার্নসের হয়ে ক্যারিয়ার শুরু। খেলেছেন নিল ওয়াগনার ও পল হ্যারিসের মতো ক্রিকেটারদের পাশে। এই বছরের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে ওয়ানডে থেকে অবসর নেন মাইবুর্গ। ২১.৭৮ গড় ও ১১৪.৫১ স্ট্রাইক রেটে ৯১৫ রান নিয়ে দেশের টি-টোয়েন্টিতে ম্যাক্স ও’ডাউড ও বেন কুপারের পর তৃতীয় শীর্ষ ব্যাটসম্যান।

এই ফরম্যাটে মাইবুর্গের সেরা ইনিংস ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ১৭ বলে ফিফটি। সুপার টেনে ওঠার লড়াইয়ে ১৯০ রান তাড়া করতে নেমে ১৩.৫ ওভারেই জিতে যায় আয়ারল্যান্ড, মাত্র ২৩ বলে ৬৩ রান করেন এই ব্যাটসম্যান।

চলতি বিশ্বকাপে মাইবুর্গ তিন ম্যাচ খেলে করেন ৫১ রান। সুপার টুয়েলভে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার টুয়েলভে ওঠে ডাচরা। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চতুর্থ হয়েছে তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.