ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে দেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। প্রিয় দলকে সমর্থন দিতে গিয়ে শো-ডাউন থেকে শুরু করে ম্যাচের দিন দল বেঁধে হাজির হয়ে চমকে দিচ্ছে সবাইকে।
বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের খেলা দেখার ছবি ফিফার অফিসিয়াল টুইটার পেইজেও প্রকাশিত হয়েছে। খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও। সেটি অবশ্য দৃষ্টি এড়ায়নি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের। এর আগে তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশকে।
বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের প্রাণ উজাড় করা সমর্থন সম্পর্কে জেনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষের শেষ ষোলোর ম্যাচের আগে শুক্রবার (০২ ডিসেম্বর, ২০২২) বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
লিওনেল স্কালোনি বলেছেন, ‘তারা যা করছে তা সত্যিই বিস্ময়কর। বাংলাদেশের মানুষ এভাবে আমাদের সমর্থন দিচ্ছে, এটা সত্যিই আমাদের গর্বিত করেছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকরা সবসময় নিজেদের অবস্থান জানান দেয়। এটা অবশ্য ঐতিহাসিকভাবে হয়ে আসছে। আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে যেমন সমর্থন পেয়েছিলাম, আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচেও তেমনটা পাব। পোল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাদের সমর্থন পেয়ে মনে হচ্ছিল আমরা আর্জেন্টিনাতেই খেলছি।’
‘আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো। এটা ফুটবল, এখানে যেকোনো কিছু ঘটতে পারে। তবে আমাদের অনুভূতি খুব ভালো।’ যোগ করেন তিনি।
আগামীকাল শনিবার শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com