পাকিস্তানকে লজ্জার রেকর্ডে ঠেলে দিলো বাংলাদেশ

বিশ্বকাপে নিজেদের মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয়ে বিশ্বকাপের নিজেদের জয়ের খাতা খুলেছে টাইগ্রেসরা। আর বাংলাদেশের এ জয়ে লজ্জার রেকর্ডে নাম উঠে গেছে পাকিস্তানের।

পুরুষ কিংবা নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ হারের বিব্রতকর রেকর্ড গড়ে ফেলেছে পাকিস্তানের মেয়েরা। বাংলাদেশের কাছে পরাজয়সহ টানা ১৮টি ম্যাচে হারলো তারা। সবশেষ ঠিক ১৩ বছর আগে বিশ্বকাপে কোনো ম্যাচ জিতেছিল তারা।

নারী ওয়ানডে বিশ্বকাপে ১৯৯৭ সালের আসর থেকে বিশ্বকাপে যাত্রা শুরু হয় পাকিস্তানের। প্রথম জয় পেতে তাদের অপেক্ষা করতে হয় ২০০৯ সালের আসর পর্যন্ত। পরপর ছয় ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৭ রানে জেতে তারা।

এক ম্যাচ পরে ওয়েস্ট ইন্ডিজকে হারায় ৪ উইকেটের ব্যবধানে। সেই দিনটি ছিল ২০০৯ সালের ১৪ মার্চ। এর ঠিক ১৩ বছর পর ২০২২ সালের ১৪ মার্চেই বিশ্বকাপে টানা ১৮তম ম্যাচটি হারলো পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে টানা ১৮ ম্যাচ হারা দল তারা একাই নয়।

পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটি রয়েছে জিম্বাবুয়েরও। তারা ১৯৮৩ সালের আসরে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখায়। কিন্তু এরপর ১৯৯২ সালের আসর পর্যন্ত হারে টানা ১৮টি ম্যাচ।

এরপর ১৯৯২ সালের বিশ্বকাপে আবার অঘটন ঘটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানে জেতে তারা। এবার এই রেকর্ড থেকে মুক্তি পেতে পারে জিম্বাবুয়ে। আগামী সোমবার (২১ মার্চ) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে পাকিস্তান নারী দল। সেই ম্যাচ হারলে লজ্জার নতুন রেকর্ড গড়বে তারা।

 

Comments (০)
Add Comment