খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

৪ মিনিটের ঝড়ে জয়ে ফিরল লিভারপুল

613

 

ঘরের মাঠের লিভারপুলকে ৭২ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল উলভস। মনে হচ্ছিল, আরেকটি হতাশার রাত উপহার দেবেন সালাহ-ফন ডাইকরা। কিন্তু ম্যাচটা তারা শেষ করলেন ২-০ গোলের জয়ে।

৪ মিনিটের ব্যবধানে দুই গোল করেন মোহাম্মদ সালাহ আর ভার্জিল ফন উইক। এই জয়ে ফুলহ্যামকে পেছনে ফেলে ছয় নম্বরে উঠে এসেছে জার্গেন ক্লপের দল।

 

অ্যানফিল্ডে অবশ্য দাপট দেখিয়েই খেলেছে লিভারপুল। যদিও শুরুতে জোড়া সুযোগ সুযোগ তৈরি করেছিল উলভস। একবার এলিসন বেকার ঝাঁপিয়ে পড়ে মৌতিনহোর শট বাইরে বের করে দেন। তার ঠিক পরপরই কর্নার থেকে বল পেয়ে সারাবিয়ার এক্রোবেটিক চেষ্টা বিফলে যায়।

এরপর গা ঝাড়া দিয়ে উঠে লিভারপুল। একের পর এক আক্রমণ শানাতে থাকে। কিন্তু ফিনিশিং হচ্ছিল না। অবশেষে ৭৩ মিনিটে ডেডলক ভাঙেন ফন উইক। একবার তার হেড উলভস গোলরক্ষক ফিরিয়ে দিলেও পরে আবার জোটার কাছ থেকে বল পেয়ে হেডে সেটা জালে জড়িয়ে দেন লিভারপুল অধিনায়ক।

 

৭৭ মিনিটে সিমিসকাস বল পায়ে নিয়ে ঢুকে যান বক্সের মধ্যে। দৌড়ের ভেতরই তিনি পাস দেন সালাহকে। সালাহ এক মুহূর্তও দেরি না করে ব্যবধান ২-০ করে দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.