
দেশের ৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে কুল-বিএসজিএ মিডিয়া কাপ ফুটবলের ঘোষণা দিয়েছে আয়োজক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট (বিএসজিএ) অ্যাসোসিয়েশন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে বুধবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মিডিয়া কাপের ঘোষণা দেয় বিএসজিএ। সঙ্গে এই ফুটবল টুর্নামেন্টের ড্র, জার্সি উন্মোচন ও ট্রফি উন্মোচন করা হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে আগামী ২১ জানুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) তেহসিনা খানম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএসজেএ’র সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান এবং সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম।
৩২টি গণমাধ্যম প্রতিষ্ঠান ৮ গ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে লড়বে। ৮ গ্রুপের চাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে উর্ত্তীর্ণ হবে। পরবর্তীতে সেমিফাইনাল ও ফাইনাল খেলা দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও ম্যাচসেরাদের জন্য থাকছে পুরস্কার। সিক্স-এ-সাইডের এই টুর্নামেন্টে প্রতি দলে ১০ জন করে খেলোয়াড় থাকবে।
স্কয়ার টয়লেট্রিজের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং তেহসিনা খানম বলেন, ‘আমাদের সবার পেশাই খুব চ্যালেঞ্জিং, আপনাদের পেশা আরও চ্যালেঞ্জিং। এইরকম চ্যালেঞ্জিং সব কিছুর সাথে স্কয়ার সব সময় থাকতে পছন্দ করে। গতবার ২৪টি দল ছিল, এবার দল বেড়েছে। সামনে আশা করি আরও বাড়বে। স্কয়ার টয়লেট্রিজের সাথে বিএসজেএর সম্পর্ক অনেক দিনের। এই সম্পর্ক আরও লম্বা হবে, এই আশাই করি।’