খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

সপ্তাহ না যেতেই সিংহাসন হারালেন অ্যান্ডারসন

১৭

 

গত ২২ ফেব্রুয়ারির কথা। ৪০ বছরের জেমস অ্যান্ডারসন আইসিসির টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষে উঠে সবাইকে তাজ্জব বানিয়ে দেন। তবে এক সপ্তাহও সিংহাসনটা ধরে রাখতে পারলেন না ইংলিশ পেসার।

আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে বড়সড় পরিবর্তন হয়েছে। সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

 

৩৬ বছর বয়সী আর অশ্বিন ২০১৫ সালে প্রথমবারের মতো ১ নম্বর টেস্ট বোলার হয়েছিলেন এবং তার পরে তিনি বহুবার এই চেয়ারে বসেছেন। আবারও নিজের জায়গা দখল করলেন অশ্বিন।

ভারতীয় এই অফস্পিনারের রেটিং পয়েন্ট এখন ৮৬৪। দুই নম্বরে নেমে যাওয়া অ্যান্ডারসনের রেটিং ৮৫৯। ১ রেটিং পয়েন্ট কম নিয়ে তিনে আছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

 

ইংলিশ পেসার অলি রবিনসন দুই ধাপ পিছিয়ে যাওয়ায় ভারতের জাসপ্রিত বুমরাহ চারে উঠে এসেছেন। এক ধাপ এগিয়ে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি এখন পাঁচে।

দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা সাত, ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা এক ধাপ এগিয়ে আটে আছেন। নিউজিল্যান্ডের কাইল জেমিসন এক ধাপ পিছিয়ে নেমে গেছেন নয় নম্বরে, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক দশে।

বাংলাদেশের তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান বোলিং র্যাংকিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন। তাইজুল ২৫, মিরাজ ২৬ আর সাকিব আছেন ২৯ নম্বরে।

 

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.