
তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছেন ৪৫ হাজার। তাদেরই একজন চেলসি ও নিউ ক্যাসেলের সাবেক ঘানাইয়ান ফুটবলার ক্রিস্টিয়ান আতসু। প্রাণঘাতী এই দুর্যোগের পর ধ্বংসস্তুপ থেকে মিলেছে তার মরদেহ, তার এজেন্ট নিশ্চিত করেছেন।
১২ দিনের খোঁজ শেষে ঘানাইয়ান এই ফুটবলারের প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে একটি বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে।
তুরস্কের দক্ষিণের অঞ্চল হাতায়ের একটি বাড়িতে থাকতেন আতসু। ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পে বাড়িটি ধসে পড়ার পর থেকে ৩১ বছর বয়সী ফুটবলারের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সাবেক চেলসি ও নিউ ক্যাসেলের উইঙ্গারের প্রতিনিধি মুরাট উজুনমেহমেত শনিবার এক বিবৃতিতে তার মরদেহ পাওয়ার খবর নিশ্চিত করেন।
তুর্কি ক্লাব হাতায়েস্পোরের হয়ে খেলতেন আতসু। মুরাট বলেন, ‘আতসুর প্রাণহীন দেহ একটি স্তুপের মধ্যে থেকে পাওয়া গেছে। আরো কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। তার ফোনও পাওয়া গেছে।’
শুক্রবার জানা যায়, আতসু তার পরিবারের সঙ্গে দেখা করতে তুরস্ক ছাড়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তার দলের হয়ে কাসিমপাসার বিপক্ষে জয়সূচক গোলের পর তা বাতিল করেন। পরের দিন হয় ভূমিকম্প।