
ভিএআর নিয়ে বিষেদাগার কম নয়। শনিবার ভিএআর অফিসিয়াল লি ম্যাসন যে ভুল করলেন, তার বড় রকমের মাশুল দিতে হতে পারে আর্সেনালকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলের ড্র করেছে গানাররা। আগের ম্যাচে এভারটনের কাছে হার, এবারের ড্র- টানা দুটি ম্যাচে সর্বোচ্চ পয়েন্ট না পাওয়ায় শীর্ষস্থানে তাদের অবস্থান নড়বড়ে হয়ে গেছে।
ব্রেন্টফোর্ডের সমতা ফেরানো গোলের পর সম্ভাব্য দ্বিতীয় অফসাইড চেকই করেননি ম্যাসন। ৭৪তম মিনিটে ক্রিস্টিয়ান নরগার্ডের ক্রসে খুব কাছ থেকে জাল কাঁপান ইভান টনি। এই গোলটি বিল্ডআপ হয়েছে মাথিয়াস জেনসেনের ফ্রি কিক থেকে। ওই সময় ইথান পিনক অফসাইডে ছিলেন কি না তা যাচাই করেন ম্যাসন। সেখানেই প্রায় তিন মিনিট সময় নেন। কিন্তু নরগার্ডও যে সম্ভাব্য অফসাইডে ছিলেন তা যাচাই করেননি। অফসাইডের লাইন প্রয়োগ করেননি ম্যাসন। অফসাইডের লাইন দিয়ে দেখলে নিশ্চিতভাবে নরগার্ডের অফসাইড হতো, বাতিল হতো গোলটি।
ম্যাচ অফিসিয়ালের এমন কাণ্ডে ক্ষুব্ধ আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তার দাবি, পিনকও অফসাইড পজিশনে ছিলেন। তিনি বলেন, ‘এটা অবশ্যই অফসাইড ছিল। সম্ভবত কদিন পর তারা ব্যাখ্যা দেবে। হঠাৎ করে আপনি নিয়ম পাল্টাবেন, তারপর আপনাকে নীতি থেকেও সরে আসতে হবে।’
মৌসুমের তৃতীয় ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্সেনাল। কিন্তু ছয় পয়েন্ট দূরে থাকা ম্যানসিটি তাদের শিরোপার স্বপ্নে দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। রোববার রাতে অ্যাস্টন ভিলাকে হারালে পয়েন্ট ব্যবধানে তিনে নামাবে সিটিজেনরা। পয়েন্টে সমতা আনার হাতছানি নিয়ে বুধবার আর্সেনালের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।