দুয়ারে বিশ্বকাপ। ফিফা আয়োজিত সবচেয়ে বড় ফুটবল যজ্ঞ কিছুদিন পরেই শুরু হবে কাতারে। আসন্ন বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে উম্মাদনা। নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। পছন্দের দলের পতাকা আর জার্সির রঙে সাজতে শুরু করেছে পুরো দেশ। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। চিত্রনায়ক সাইমন সাদিকের প্রিয় দল ব্রাজিল। তবে তার পছন্দের খেলোয়াড় মেসি।
সাইমন সাদিক বলেন, ‘যারা ফুটবল খেলা দেখে আনন্দ উপভোগ করতে চান তারা ব্রাজিল করেন। অন্যরা তো এমনিতেই দল করেন। আর্জেন্টিনাও ভালো দল। ওই দলে আমার সবচেয়ে ভালো লাগার প্লেয়ারটা আছে।’
‘আমি অতোটা এগ্রিসিভ না খেলা নিয়ে।’ উল্লেখ করে এই চিত্রনায়ক বলেন, ‘মেসির খেলা আমার ভালো লাগে। তার দৌড়, তার স্টাইল, সবাইকে কাটিয়ে গোল কিপারের জালে বল পাঠানো- আমার ভালো লাগে। রোনালদোর খেলা উপভোগ করি। তবে ব্রাজিলের সবার খেলা উপভোগ করি। এবার খেলা দেখার জন্য মুখিয়ে আছি। ইনশাল্লাহ ব্রাজিল ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হবে।’
সাইমন সাদিক সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় তাকে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com