খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

ফ্রান্সের মূল একাদশে কারা থাকছেন?

১৮

মরক্কোর বিপক্ষে বুধবারের সেমিফাইনালের জন্য ফ্রান্সের একাদশ সাজাতে গিয়ে উদ্বিগ্ন কোচ দিদিয়ের দেশম। মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওট ও ডিফেন্ডার ডায়োট উপামেকানোকে নিয়ে শঙ্কা রয়েছে।

ঠাণ্ডার উপসর্গ নিয়ে দুজনই মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না। আলাদা হয়ে ঘাম ঝরান। যদিও সেমিফাইনালে তাদের আশা একেবারে শেষ হয়ে যায়নি। শক্তিশালী একাদশ সাজাতে এখনও তাদের ভাবনায় রেখেছেন দেশম।

 

বিশ্বকাপের এই আসরে কোনও ম্যাচে প্রথম ক্লিন শিট রাখতে যথারীতি গোলপোস্টের নিচে থাকবেন উগো লরিস। পাঁচ ম্যাচেই একটি করে গোল ঢুকেছে তার জালে।

লরিসের কাজ সহজ করতে রক্ষণে থাকবেন রাফায়েল ভারানে। উপামেকানোর জন্য ইব্রাহিমা কোনাতেকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। থিও হার্নান্দেজ ও জুলেস কোন্দে ফুলব্যাকের ভূমিকায় নামবেন।

ইংল্যান্ডের বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করে জিরো থেকে হিরো হওয়া অরেলিয়েন শুমেনি মাঝমাঠে র‌্যাবিওট কিংবা ইউসুফ ফোফানার সঙ্গে থাকবেন।

 

তাদের দুজনের সামনে থাকবেন কোয়ার্টার ফাইনালে দুটি অ্যাসিস্ট করা আন্তোয়ান গ্রিয়েজম্যান। তাকে সমর্থন দিতে ডানে থাকবেন উসমান দেম্বেলে ও বাঁয়ে কিলিয়ান এমবাপ্পে।

এমবাপ্পেকে শুরুর একাদশে রেখে ফ্রান্স ১০টি বিশ্বকাপ ম্যাচের সবগুলো জিতেছে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এক আসরে পাঁচ গোলের রেকর্ড গড়ার সুযোগ থাকছে অলিভিয়ের জিরুদের সামনে।

ফ্রান্সের সম্ভাব্য একাদশ: উগো লরিস; জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ; অরেলিয়েন শুমেনি, আদ্রিয়েন র‌্যাবিওট; উসমান দেম্বেলে, আন্তোয়ান গ্রিয়েজম্যান, কিলিয়ান এমবাপ্পে; অলিভিয়ের জিরুদ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.