খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

ফেলিক্সের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল বার্সেলোনা

গত জানুয়ারিতে অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেন জোয়াও ফেলিক্স। এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত তাকে ইংলিশ ক্লাবে ধার দিয়েছে মাদ্রিদ ক্লাব। তবে তাকে গত বছরের শুরু থেকে বার্সেলোনার জার্সিতে দেখা যেতো পর্তুগিজ ফরোয়ার্ডকে। কিন্তু ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের কারণে তার সঙ্গে শেষ পর্যন্ত চুক্তি করতে পারেনি লা লিগা জায়ান্টরা।

স্প্যানিশ আউটলেট এএস জানায়, অ্যাটলেটিকো থেকে ফেলিক্সের সঙ্গে চুক্তির ব্যাপারে বার্সা সম্মতি জানায়। গত বছরের শীতকালীন দলবদলের বাজারে প্রাথমিকভাবে তার দাম ধলা হয়েছিল ৭ কোটি ইউরো। কিন্তু ক্লজ ও আরো আনুষঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত হলে সেটা বেড়ে দাঁড়ায় সাড়ে ১৩ কোটি ইউরোতে, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে অনুযায়ী যে চুক্তি করা বার্সার জন্য অসম্ভব ছিল।

এখন দেখার অপেক্ষা গ্রীষ্মের দলবদলে ফেলিক্সকে নেওয়ার কোনো পদক্ষেপ বার্সা গ্রহণ করে কি না। তবে ফিয়ের অঙ্ক একই রকম থাকলে আর্থিক ইস্যুতে আবারো ব্যর্থ হতে হবে তাদের।

চেলসির হয়ে ২৩ বছর বয়সী ফেলিক্স তিন ম্যাচ খেলে একটি গোল করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.