খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন, ১২৬ রানে থামলো বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ভালো হয়েও শেষ পর্যন্ত ভালো হলো না। পাওয়ার প্লেতে বাংলাদেশ তোলে ২ উইকেটে ৪৮ রান। মিডল অর্ডারে নিগার সুলতানা-লতা মণ্ডলদের ব্যাট দিচ্ছিল ভরসা। কিন্তু হঠাৎ ছন্দপতন ঘটে।

রোববার রাতে কেপটাউনের সাহারা পার্কে বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তোলে। শেষ ৫ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান। ওশাদি রানাসিংহে এক ওভারে নিগার-লতাকে ফিরিয়ে মূলত ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয়।

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন শোভানা মোস্তারি। ৩২ বলে ৫টি চারে তিনি এই রান করেন। ১৬তম ওভারে নিগার ৩৪ বলে ২৮ রানে আউট হন। একই ওভারে ফেরেন ১৩ বলে ১১ রান করা লতা। দুজনের জুটি থেকে ৩৩ বলে ২৪ রান আসে। এই জুটি ভাঙার পরেই বাংলাদেশ ছন্দ হারিয়ে ফেলে।

শেষ ৫ ব্যাটারের ব্যাট থেকে মাত্র ২৫ রান আসে। সালমা খাতুন ৯ রানে অপরাজিত ছিলেন। আর প্রথম বলেই শূন্য রানে ফেরেন ওপেনার মুর্শিদা খাতুন।

বাংলাদেশ একাদশ: মুর্শিদা খাতুন, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), শোভানা মোস্তারি, নিগার সুলতানা জোতি (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, নাহিদা আক্তার,মারুফা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.