খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

চ্যাম্পিয়নদের হারিয়ে নিউজিল্যান্ডের দারুণ সূচনা

৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছিল অজিরা।

এক বছরের কম সময়ের মধ্যে বিশ্বকাপে আবার মুখোমুখি সেই দুই দল। এবার অবশ্য সুপার টুয়েলভের প্রথম ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা। ফাইনালে হারার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ২০১১ সালের পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ব্ল্যাক ক্যাপসরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এদিন নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফিন অ্যালেনের ব্যাটে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বড় টার্গেটে তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে অজিরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১১১ রানে। ৮৯ রানের জয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করে কনওয়ে-অ্যালেনরা।

বল হাতে নিউ জিল্যান্ডের টিম সাউদি ২.১ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মিচেল স্যান্টনার ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩টি। এছাড়া ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ২টি উইকেট।

অস্ট্রেলিয়ার কেউ ব্যাট হাতে ২৮ রানের বেশি করতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় এই রান করেন গ্লেন ম্যাক্সেওয়েল। প্যাট কামিন্স করেন ২১ রান। ব্যাট হাতে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ডেভন কনওয়ে।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন নিউ জিল্যান্ডের ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। অস্ট্রেলিয়ার বোলারদের তুলোধুনে করে অ্যালেন মাত্র ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪২ রান করে ফিরলেও কনওয়ে শেষ বল পর্যন্ত ছিলেন অপরাজিত। ৫৮ বলে ৭ চার ও ২ ছক্কায় তার খেলা অপরাজিত ৯২ রানের ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড।

এদিন অ্যালেন ও কনওয়ে ঝড়ে ৪ ওভারেই ৫৬ রান তুলে ফেলে কিউইরা। এই রানে জস হ্যাজলেউডের বলে বোল্ড হন অ্যালেন। এরপর কনওয়ে ও কেন উইলিয়ামসন দলীয় সংগ্রহকে টেনে নেন ১২৩ রান পর্যন্ত। তাও মাত্র ১৩ ওভারে। এই রানে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন উইলিয়ামসন। ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করেন তিনি।

এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে দলীয় সংগ্রহকে টানতে থাকেন কনওয়ে। ১৬তম ওভারের শেষ বলে ফিলিপস ফেরেন হ্যাজলেউডের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ১২ রান করে। নিউ জিল্যান্ডের দলীয় সংগ্রহ তখন ছিল ১৫২ রান। এরপর জিমি নিশাম ও কনওয়ে অবিচ্ছিন্ন থেকে দলীয় সংগ্রহকে বরাবর ২০০ করে মাঠ ছাড়েন। কনওয়ের সঙ্গে ২ ছক্কায় ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন নিশাম।

অ্যালেন-কনওয়ের ঝড়ে অস্ট্রেলিয়ার বোলাররা ছিলেন ব্যয়বহুল। মিচেল স্টার্ক ৪ ওভারে ৩৬ রান, প্যাট কামিন্স ৪ ওভারে ৪৬ রান, মার্কাস স্টয়েনিস ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ২ উইকেট নেওয়া হ্যাজলেউড ৪ ওভারে দেন ৪১ রান। আর ১ উইকেট পাওয়া অ্যাডাম জাম্পা ৪ ওভারে দেন ৩৯ রান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.