গোলের সেঞ্চুরি মেসির, টপকালেন পেলেকে

ছয় ম্যাচে ৫ গোল করে ফাইনালে পা রাখেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে আর দুটি গোল করলেই একশ হতো। বিশ্বকাপের শেষ ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনা অধিনায়ক। অতিরিক্ত সময়ে ১০৮ মিনিটে কাছের পোস্ট থেকে ডান পায়ের শটে জালে জড়ান বল, তাতেই ১০০ গোলের কীর্তি গড়েন তিনি।
২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেই অবশ্য রেকর্ড গড়েন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্ব ও নকআউটের সব ম্যাচেই গোল করেন মেসি। এর আগে একাদশে নাম উঠতেই লোথার ম্যাথাউসকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। এটি ছিল মেসির ২৬তম ম্যাচ।
এছাড়া নিজের শততম গোলে বিশ্বকাপে সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলেছেন মেসি। পাঁচ বিশ্বকাপে ১৩ গোল তার। লিজেন্ডারি ফরাসি স্ট্রাইকার জাস্টিন ফন্টেইনের সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা তিনি। তার উপরে আছেন মিরোস্লাভ ক্লোসা (১৬), রোনালদো (১৫) ও গার্ড মুলার (১৪)।
রোববার লুসাইলে আরেকটি রেকর্ড ভেঙেছেন মেসি। ২৪তম মিনিট পার হতেই বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ড ভাঙলেন। যে রেকর্ডটি আগে ছিল ইতালিয়ান লিজেন্ড পাওলো মালদিনি, তিনি খেলেছেন ২২১৭ মিনিট। ২২৮৪ মিনিট খেলেছেন মেসি।