কাতারকে ২-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অব সিক্সটিনে গেল নেদারল্যান্ডস। মঙ্গলবার আল বায়াত স্টেডিয়ামে নেদারল্যান্ডস ম্যাচের দুই অর্ধে একটি করে গোল করে কাতারকে হতাশায় ডোবায়।
প্রথমার্ধে গোল করেন কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করেন ফ্রেঙ্কি ডি জং। গোলে একাধিক সুযোগ তৈরি করেছিল ডাচরা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে কাতারের জালে আর গোল হয়নি।
তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট ৭। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় গ্রুপ বি এর রানার্সআপের সঙ্গে শেষ ষোলোতে খেলবে নেদারল্যান্ডস।
স্বাগতিক কাতার তিন ম্যাচে তিনটিতেই হেরে প্রথম পর্বেই বিশ্বকাপের মিশন শেষ করলো। তিন ম্যাচে ভালো ফুটবল খেললেও কাতার দূর্ভাগ্যবশত কোনো ম্যাচেই ফল নিজেদের পক্ষে টানতে পারেনি। ইকুয়েডরের সঙ্গে ২-০ গোলে বিশ্বকাপের মিশন শুরু করে তারা। সেনেগালের বিপক্ষে তারা ম্যাচ হারে ৩-১ ব্যবধানে। আজকের ম্যাচের ফলাফলও ২-০। সব মিলিয়ে প্রথমবার বিশ্বকাপ থেকে ভালো স্মৃতি পায়নি কাতার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com