খেলাধুলার সবর্শেষ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।

ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসবের লুডুতে লাভলী চ্যাম্পিয়ন

১০

‘ওয়ালটন-বিপিজেএ ক্রীড়া উৎসব-২০২৩’ এর নারীদের লুডু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন উম্মে সালমা লাভলী। আজ মঙ্গলবার (১৪ মার্চ, ২০২৩) প্রতিযোগিতার দশম দিনে লুডু প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডে তিনি জেসমিন জুঁইকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। জুঁই হন রানারআপ। আর তৃতীয় হন সুরভী আক্তার রিয়া।

পাঁচটি ইভেন্টে এই প্রতিযোগিতা চলছে। যেখানে বিপিজেএ’র পুরুষ ও নারী সদস্যরা অংশ নিবেন।

 

এবারের ক্রীড়া উৎসবের ইভেন্টগুলো হলো- ক্যারম দ্বৈত, দাবা, শ্যুটিং, নারী সদস্যের লুডু ও সিনিয়র সদস্যদের (পঞ্চাশোর্ধ্ব) টেনিস বল নিক্ষেপ।

এই আয়োজনের ইভেন্ট পার্টনার ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.